মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমসমূহ ও পলিজেনিক ইনহেরিট্যান্স
Complementary gene-এর জন্য F₂-জনুতে অনুপাত পাওয়া যাবে-
কমপ্লিমেন্টারি জিনের (Complementary gene) ক্ষেত্রে F₂-জনুতে ফেনোটাইপিক অনুপাত পাওয়া যায় 9:7।
সাধারণ ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে মেন্ডেলীয় অনুপাত 9:3:3:1 হয়। কিন্তু কমপ্লিমেন্টারি জিনের ক্ষেত্রে দুটি অ-অ্যালিলিক জিন (non-allelic genes) একসাথে কাজ করে একটি নির্দিষ্ট ফেনোটাইপ প্রকাশ করে। যদি দুটি জিনের মধ্যে কোনো একটির প্রভাবশালী অ্যালিল অনুপস্থিত থাকে (অর্থাৎ সেটি হোমোজাইগাস রিসেসিভ হয়), তাহলে সেই নির্দিষ্ট ফেনোটাইপটি প্রকাশ পায় না। এর ফলে 9:3:3:1 অনুপাতটি পরিবর্তিত হয়ে 9:7 হয়।
উদাহরণস্বরূপ, মিষ্টি মটরের (Lathyrus odoratus) ফুলের রঙ কমপ্লিমেন্টারি জিনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এক্ষেত্রে দুটি ভিন্ন জিন (যেমন C এবং P) একসাথে কাজ করে বেগুনি রঙ তৈরি করে। যদি C বা P জিনের প্রভাবশালী অ্যালিল না থাকে, তাহলে ফুল সাদা হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
No related questions found