শৈবালের বৈশিষ্ট্য, জনন , গঠন প্রকারভেদ ও গুরুত্ব
Chlamydomonas ও Euglena হলো-
সচল শৈবাল
এককোষী শৈবাল
কলোনিয়াল শৈবাল
নিচের কোনটি সঠিক?
Chlamydomonas এবং Euglena উভয়ই সচল শৈবাল এবং এককোষী শৈবাল এর অন্তর্ভুক্ত।
সচল শৈবাল: এই শৈবালগুলি জীবাশ্ম ভেদনের সময় পানির সাহায্যে চলে যায়। তাদের শক্তিশালী শ্বাসনতন্ত্র ও চলনশীল কৌশল থাকে।
এককোষী শৈবাল: উভয়ই এককোষী শৈবাল, যারা একটি কোষ থেকে গঠিত। তারা এককোষী শৈবাল হওয়া সাথে, তাদের শক্তিশালী ও সম্পূর্ণ জীবনপ্রক্রিয়া একটি কোষের ভেতরে ঘটে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
নিচের কোনটির জন্য সূর্যালোক অপরিহার্য?
মিলি পানিতে ভেসে যাওয়া কিছু সবুজ পিচ্ছিল বস্তু তুলে এনে বাটিতে পানির মধ্যে নিয়ে খাটের নিচে রাখলো। কিছুদিন পর দেখলো সেগুলো সাদাটে হয়ে গেছে।
উদ্দীপকের বস্তুটি সাদাটে হওয়ার কারণ?
কোন জীবে শুধু চক্রীয় ফসফোরাইলেশন ঘটে?
শুষ্ক পরিবেশে শৈবাল পুরু প্রাচীর দিয়ে আবৃত। যার দেহে প্রচুর সঞ্চিত খাদ্য থাকায় সেটি প্রতিকূল অবস্থায় থাকতে পারে।
অনুচ্ছেদে বর্ণিত রেণুটি কী নামে পরিচিত?