ডেটাবেজ-এর ব্যবহার
"Address" কোন ধরনের ডেটা?
"Address" সাধারণত টেক্সট বা পাঠ্য ধরনের ডেটা হিসাবে বিবেচিত হয়। কারণ এটি সাধারণত বর্ণমালা এবং সংখ্যা উভয়ই ধারণ করতে পারে এবং তা সম্পূর্ণভাবে লেখা হয়। যেমন: '12/A, Baker Street, London'. এই ঠিকানা আকারে লেখার ফলে এটি টেক্সট ডেটা টাইপের অন্তর্ভুক্ত হয়।
সঠিক উত্তর: Text
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
অনেকগুলো ফিন্ডের সমন্বয়ে কোনটি তৈরি হয়?
ডেটা সর্টিং-এর আরোহী আইকন কোন ট্যাবের অধীনে রয়েছে?
সৌমিত্র একটি পত্রিকায় স্বেচ্ছায় প্রকৃতি ও পরিবেশ নিয়ে লিখেন। মাঝেমাঝে তাকে ফুল, পাখি অথবা নদীর ছবি সংযুক্ত করতে হয়। তিনি পেশায় একজন হিসাবরক্ষক। তাকে কর্মচারীর হিসাব রাখতে হবে এবং তার ভিত্তিতে একটি মাসিক প্রতিবেদন তৈরি করতে হবে।
পেশাগত কাজের জন্য সৌমিত্রকে ব্যবহার করতে হবে—
i. টেমপ্লেট
ii. থিওরি/তত্ত্ব
iii. ডেটা এরেঞ্জমেন্ট/তথ্য সাজানো
নিচের কোনটি সঠিক?
ডেটাবেজ ফাইল তৈরির জন্য কোনটিকে ক্লিক করতে হবে?