হুকের সূত্র
5m দৈর্ঘ্য ও 1mm ব্যাসবিশিষ্ট তারে 25 kg ভরের ফলে দৈর্ঘ্য 0.1 mm প্রসারিত হলে তারটির সঞ্চিত শক্তির পরিমাণ কত?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
2m দৈর্ঘ্য এবং 1mm2 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলবিশিষ্ট তারে 20kg ভর ঝুলালে তারটি 1mm প্রসারিত হয়।
উক্ত তারটির-
দৈর্ঘ্য বিকৃতি 0.5×10-2
ইয়ং এর গুণাঙ্ক 3.92×1011 Nm-2
কৃতকাজের পরিমান 0.098J
নিচের কোনটি সঠিক?
l দৈর্ঘ্য ও r ব্যাসার্ধের একটি তারের উপাদানের ইয়ং গুনাঙ্ক Y. তারের দৈর্ঘ্য 1/2 ও ব্যাসার্ধ r/2 করা হলে ইয়ং গুনাঙ্ক কতো হবে?
যদি p ও b যথাক্রমে পীড়ন ও বিকৃতির মান হয় তবে এদের মধ্যে সঠিক সম্পর্ক হলো ---
একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য , প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং অসহপীড়ন । তারটির এক প্রান্তে 2 kg ভর ঝুলালে তারের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এই ভরসহ তারটিকে এর আদি দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তাকার বেগে ঘুরাতে গেলে তারটি ছিঁড়ে যায়।