দ্রাব্যতার ম্যাথ
25°C তাপমাত্রায় দ্রবণ দুটির মধ্যে—
i. দ্রবণ-২ এর দ্রাব্যতা কম
ii. দ্রবণ -২ অসম্পৃক্ত
iii. সম মোল B যোগ করেন CB2 আগে অধঃক্ষিপ্ত হবে।
নিচের কোনটি সঠিক?
গ) AB2 সম্পৃক্ত দ্রবণ, অন্যদিকে CB2 অসম্পৃক্ত দ্রবণ।
সম্পৃক্ত দ্রবণে কিছু পরিমাণ মোল যোগ করলেই পদক্ষেপ দেখা যাবে। কিন্তু অসম্পৃক্ত দ্রবনকে অধ: ক্ষিপ্ত হওয়ার জন্য মাঝখানের সম্পৃক্ত পর্যায়ে অতিক্রম করতে হবে ।
তাই সমমোল B যোগ করলে অসম্পৃক্ত দ্রবণের(CB2) চেয়ে সম্পৃক্ত দ্রবণের(AB2) অধঃক্ষেপিত হওয়ার প্রবণতা বেশি হবে।
ক দ্রবণ -1 এর দ্রাব্যতা S হলে, দ্রাব্যতা গুণফল =
প্রশ্নমতে,
, যা অপেক্ষা কম।
খ দ্রবণ -2 এর ক্ষেত্রে
(0.001) (0.001) (0.001X2)
দ্রবণ -2 অসম্পৃক্ত
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
25°C তাপমাত্রায় 100 mlপানিতে 1.92×10-4g AgCl দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। AgCl এরক্ষেত্রে প্রযোজ্য উক্তি হলো-
i. 3.0 M NH3 এ জলীয় দ্রবণে AgCl এর দ্রাব্যতা বৃদ্ধি ঘটে
ii. 0.2M NaCl দ্রবণে AgCl এর দ্রাব্যতা বৃদ্ধি ঘটে
iii. 0.1M AgNO3 দ্রবণে AgCl এর দ্রাব্যতা হ্রাস ঘটে
নিচের কোনটি সঠিক ?
25oC তাপমাত্রায় Ksp [Al(OH)3]= 2.0×10-32 মmolL-1 হলে mol L-1 এককে Al(OH)3 এর দ্রাব্যতা কত?
25°C উষ্ণতায় 1.0 লিটার দ্রবণে সর্বোচ্চ 1.0 × 10-3 মোল PbI2 দ্রবীভূত হয়
I- (aq) এর ঘনমাত্রা দ্বিগুণ করলে PbI2-এর সাথে সাম্যাবস্থায় থাকা Pb2+ (aq) আয়নের ঘনমাত্রার উপর কিরূপ প্রভাব বিস্তার করে?
Mg(OH)2 এর দ্রাব্যতা গুণাংক 2.0 × 10-11 দ্রবণের pH=10 হলে ঐ দ্রবণে Mg2+ এর ঘনমাত্রা কত ?