প্রস্বেদন, পত্ররন্ধ্রের গঠন বর্ণনা ও পত্ররন্ধ্র উন্মুক্ত ও বন্ধ হওয়ার কৌশল এবং পত্ররন্ধ্রীয় প্রস্বেদন প্রক্রিয়া

Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
কোনটি পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্ৰণ করে?
কিছু কিছু উদ্ভিদের পাতায় দুই ধরনের ছিদ্র বিদ্যমান, যার একটি দিয়ে পানি তরলাকারে বের হয় কিন্তু অন্যটি দিয়ে পানি বাষ্পাকারে বের হয়।
উদ্ভিদ অব্যাহতভাবে তার মূলরোম দিয়ে পানি শোষন করে এবং সেই শোষিত পানির সামান্য অংশই তার বিভিন্ন জৈবনিক ক্রিয়া বিক্রিয়ায় খরচ করে এবং শোষিত পানির বেশিরভাগই (প্রায় ৯৯%) বাষ্পাকারে বের করে দেয় যা পরিশেষে শীতল করে রাখে।
Sayer-এর মতে pH বৃদ্ধি পেলে –
i. পত্ররন্ধ্র খুলে যায়
ii. অভিস্রবণীয় চাপ বৃদ্ধি পায়
iii. পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায় ।
নিচের কোনটি সঠিক?