অন্তঃক্ষরা গ্রন্থিসমূহ

Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই

রহিম, করিম ও কামাল তিন বন্ধু একই ক্লাসে পড়ে। রহিমের বাড়ি উত্তরাঞ্চলে। করিম ও কামালের বাড়ি দক্ষিণাঞ্চলে। রহিম খুবই খাটো প্রকৃতির। কামাল হালকা-পাতলা ধরনের। রহিমের গলায় মাংস পিন্ডের মতো একটা থলি তৈরী হয়েছে। কামাল শরীরের দুর্বলতার জন্য বাড়ির কাজে আগ্রহ হারিয়েছে। খেলাধুলার সময় অল্পতে ক্লান্ত হয়ে পড়ে।
লিমা, নিশা ও রিয়া তিন বন্ধু। লিমা পর্যাপ্ত পানি পান করার পরও তার বার বার পিপাসা পায়। তার বহুমূত্র রোগ দেখা দিয়েছে। নিশার প্রায়ই রক্তচাপ কমে যায়। শরীর খুবই দুর্বল এবং ক্লান্ত থাকে। কাজে মনোযোগ থাকে না। অন্যদিকে দিনের পর দিন রিয়া লম্বা হয়েই চলছে। বন্ধুরা তার শরীরের অতিরিক্ত বৃদ্ধির জন্য হাসাহাসি করে।
ইমন দ্বাদশ শ্রেণীতে পড়ে। ক্লাসের শিক্ষার্থীর তুলনায় তার উচ্চতা কম বলে অনেকের বিদ্রুপের শিকার হয়। অন্যদিকে মিতার গায়ের বর্ণ কালো হওয়ায় সে হীনম্মন্যতায় ভোগে। ইমন ও মিতা জানতে পারলো যে, তাদের সমস্যার জন্য হরমোনের ক্ষরণের তারতম্য দায়ী।